(PDF) ২০২৫ সালের রমজান মাসের ক্যালেন্ডার
আপনি ২০২৫ সালের রমজান মাসের ক্যালেন্ডার খুঁজে থাকলে সঠিক ওয়েবসাইটে এসেছেন। পটেনশিয়াল আইটির তৈরিকৃত ২০২৫ সালের রমজান ক্যালেন্ডার pdf আকারে শেয়ার করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন থেকে চাঁদ দেখার উপর নির্ভর করে এবারের রোজার সময়সূচি ২০২৫ প্রকাশ করেছে। তাহলে রমজানের সময়সূচি ক্যালেন্ডার সম্পর্কে জেনে নেওয়া যাক।
২০২৫ সালের রমজান মাসের ক্যালেন্ডার
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ২০২৫ সালের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আমরা ইসলামিক ফাউন্ডেশন এর তথ্য অনুযায়ী রমজানের সময় সূচি 2025 সম্পর্কে সঠিক তথ্য প্রদান করেছি।
তাছাড়া আপনি চাইলে উপরের বাটনে ক্লিক করে আমাদের তৈরিকৃত ক্যালেন্ডার রমজানের ক্যালেন্ডার ২০২৫ ডাউনলোড করতে পারেন। আপনি এই ইফতার ও সেহরির ক্যালেন্ডারের ছবি চাইলে আমাদের ফেসবুক পেজে দেখুন।
রমজান ২০২৫ কোন মাসের কত তারিখে?
২০২৫ সালের রোজা শুরু ২রা মার্চ ২০২৫ইং তারিখ হতে। এবছর রমজান একই সাথে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে আগামী ২রা মার্চ ২০২৫ইং তারিখে শুরু হবে। রমজান মাস বাংলাদেশসহ আরব বিশ্বে বিশেষ করে সৌদি আরব, কাতার, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের জন্য একটি আনন্দের দিন।
এসময় মুসলমানরা সারাদিন রোজা রেখে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় ইফতার করে থাকে। এটি অনেকেই হয়তো জানেন না, প্রতি বছর রোজা পূর্বের বছরের চেয়ে ১১ দিন আগে আসে। এমনকি পবিত্র ঈদুল ফিতরও একই ধারায় হয়ে থাকে।
রমজান মাসের ক্যালেন্ডার | রমজানের সময় সূচি | মাহে রমজান ২০২৫ সময়সূচী
এবার চলুন পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ইফতার ও সেহরির সময়সূচি ২০২৫ নিচে উপস্থাপন করা হলোঃ
রহমতের ১০ দিন
রমজান | তারিখ | বার | সেহরির শেষ সময় | ইফতারের সময় |
---|---|---|---|---|
১ | ২ মার্চ | রবিবার | ভোর ৫:০৪ | সন্ধ্যা ৬:০২ |
২ | ৩ মার্চ | সোমবার | ভোর ৫:০৩ | সন্ধ্যা ৬:০৩ |
৩ | ৪ মার্চ | মঙ্গলবার | ভোর ৫:০২ | সন্ধ্যা ৬:০৩ |
৪ | ৫ মার্চ | বুধবার | ভোর ৫:০১ | সন্ধ্যা ৬:০৪ |
৫ | ৬ মার্চ | বৃহস্পতিবার | ভোর ৫:০০ | সন্ধ্যা ৬:০৪ |
৬ | ৭ মার্চ | শুক্রবার | ভোর ৪:৫৯ | সন্ধ্যা ৬:০৫ |
৭ | ৮ মার্চ | শনিবার | ভোর ৪:৫৮ | সন্ধ্যা ৬:০৫ |
৮ | ৯ মার্চ | রবিবার | ভোর ৪:৫৭ | সন্ধ্যা ৬:০৬ |
৯ | ১০ মার্চ | সোমবার | ভোর ৪:৫৬ | সন্ধ্যা ৬:০৬ |
১০ | ১১ মার্চ | মঙ্গলবার | ভোর ৪:৫৫ | সন্ধ্যা ৬:০৬ |
মাগফিরাতের ১০ দিন
রমজান | তারিখ | বার | সেহরির শেষ সময় | ইফতারের সময় |
---|---|---|---|---|
১১ | ১২ মার্চ | বুধবার | ভোর ৪:৫৪ | সন্ধ্যা ৬:০৭ |
১২ | ১৩ মার্চ | বৃহস্পতিবার | ভোর ৪:৫৩ | সন্ধ্যা ৬:০৭ |
১৩ | ১৪ মার্চ | শুক্রবার | ভোর ৪:৫২ | সন্ধ্যা ৬:০৮ |
১৪ | ১৫ মার্চ | শনিবার | ভোর ৪:৫১ | সন্ধ্যা ৬:০৮ |
১৫ | ১৬ মার্চ | রবিবার | ভোর ৪:৫০ | সন্ধ্যা ৬:০৮ |
১৬ | ১৭ মার্চ | সোমবার | ভোর ৪:৪৯ | সন্ধ্যা ৬:০৯ |
১৭ | ১৮ মার্চ | মঙ্গলবার | ভোর ৪:৪৮ | সন্ধ্যা ৬:০৯ |
১৮ | ১৯ মার্চ | বুধবার | ভোর ৪:৪৭ | সন্ধ্যা ৬:১০ |
১৯ | ২০ মার্চ | বৃহস্পতিবার | ভোর ৪:৪৬ | সন্ধ্যা ৬:১০ |
২০ | ২১ মার্চ | শুক্রবার | ভোর ৪:৪৫ | সন্ধ্যা ৬:১০ |
নাজাতের ১০ দিন
রমজান | তারিখ | বার | সেহরির শেষ সময় | ইফতারের সময় |
---|---|---|---|---|
২১ | ২২ মার্চ | শনিবার | ভোর ৪:৪৪ | সন্ধ্যা ৬:১১ |
২২ | ২৩ মার্চ | রবিবার | ভোর ৪:৪৩ | সন্ধ্যা ৬:১১ |
২৩ | ২৪ মার্চ | সোমবার | ভোর ৪:৪২ | সন্ধ্যা ৬:১১ |
২৪ | ২৫ মার্চ | মঙ্গলবার | ভোর ৪:৪১ | সন্ধ্যা ৬:১২ |
২৫ | ২৬ মার্চ | বুধবার | ভোর ৪:৪০ | সন্ধ্যা ৬:১২ |
২৬ | ২৭ মার্চ | বৃহস্পতিবার | ভোর ৪:৩৯ | সন্ধ্যা ৬:১৩ |
২৭ | ২৮ মার্চ | শুক্রবার | ভোর ৪:৩৮ | সন্ধ্যা ৬:১৩ |
২৮ | ২৯ মার্চ | শনিবার | ভোর ৪:৩৬ | সন্ধ্যা ৬:১৪ |
২৯ | ৩০ মার্চ | রবিবার | ভোর ৪:৩৫ | সন্ধ্যা ৬:১৪ |
৩০ | ৩১ মার্চ | সোমবার | ভোর ৪:৩৪ | সন্ধ্যা ৬:১৫ |
রোজার নিয়ত ও সেহরির দোয়া
রমজানের রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। এটি প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ মুসলমানের জন্য ফরজ। হিজরতের দেড় বছর পর আল্লাহ তাআলা রোজা পালন বাধ্যতামূলক করেছেন। কোরআনে তিনি বলেন—
"তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।"(সুরা বাকারা, আয়াত : ১৮৩)
রোজা পালন দ্বারা মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে এবং অফুরন্ত সওয়াব অর্জন করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
"যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেবেন।"(বুখারি, হাদিস : ১৯০১; তিরমিজি, হাদিস : ৬৮৩)
রোজার নিয়ত ও তার তাৎপর্য
রোজা রাখার ক্ষেত্রে সাহরি ও ইফতার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিয়ত করাও আবশ্যক। তবে নিয়ত মূলত মনের ইচ্ছাই। কেউ যদি রোজা রাখার উদ্দেশ্যে সাহরি গ্রহণ করেন বা ঘুম থেকে ওঠেন, সেটিই নিয়ত হিসেবে গণ্য হবে। মুখে উচ্চারণ করা জরুরি নয়। তবুও অনেকে নিয়তের দোয়া পড়ে থাকেন।
রোজার নিয়তের প্রচলিত দোয়া
আরবি নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمَضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের দোয়া ও ফজিলত
সারাদিন রোজা রাখার পর ইফতারের মুহূর্তটি আনন্দময়। নবী করিম (সা.) বলেছেন—
"রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে: একটি হলো যখন সে ইফতার করে এবং আরেকটি হলো যখন সে তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।" (তিরমিজি, হাদিস : ৭৬৬)
ইফতারের দোয়া
আরবি দোয়াঃ بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অর্থঃ হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।
ইফতারের পরের দোয়া
আরবি দোয়াঃ ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
উচ্চারণঃ জাহাবাজ জামাউ; ওয়াবতাল্লাতিল উ’রুকু; ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
অর্থ: "(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান, সওয়াবও স্থির হলো।" (আবু দাউদ, হাদিস : ২৩৫৭)
শেষ কথা - রমজান মাসের ক্যালেন্ডার ও সময়সূচী
রমজানের রোজা আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। এটি কেবলমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম নয় বরং সব ধরনের খারাপ কাজ ও পাপ থেকে দূরে থাকার একটি অনুশীলন।
রোজা আমাদের ধৈর্যশীল ও সংযমী হতে শেখায়। পবিত্রতা অর্জনের লক্ষ্যে রোজায় দাঁত মাজা এবং রোজায় চুল, দাঁড়ি ও নখ কাটার নিয়ম জেনে নিবেন। আল্লাহ আমাদের সবাইকে যথাযথভাবে রোজা পালনের তাওফিক দান করুন। আমিন।
0 জন কমেন্ট করেছেন
দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন