পটেনশিয়াল আইটি
https://www.potentialit.xyz/2022/06/jonmo-nibondhon-verify.html
অনলাইনে জন্ম নিবন্ধন ভেরিফাই করার নিয়ম ২০২৪
বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অনলাইনে জন্ম নিবন্ধন ভেরিফাই করার প্রয়োজন পড়ে। আজকে আমরা অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি সম্পর্কে জানবো।
স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরি করার ক্ষেত্রে ডিজিটাল জন্ম নিবন্ধন যাচাই করা হয়। কারণ জাতীয় পরিচয় পত্র যাচাই করার তেমন কোন সুযোগ নেই। জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার খুবই সহজ। আপনি যে কোন ব্যক্তির জন্ম নিবন্ধন নাম্বার জানলে সেটি দিয়ে তার বার্থ সার্টিফিকেট ভেরিফাই করতে পারবেন।
ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ যাচাই
জন্ম তথ্য যাচাই করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। আমরা ধাপে ধাপে এখানে সেগুলো বর্ণনা করবো। প্রথমে আমরা সহজ একটি পন্থা জেনে নিবো।
আপনি প্রথমে https://everify.bdris.gov.bd/ এই লিংকে যাবেন। এরপর নিচের ছবির মত তিনটি তথ্য আপনাকে দিতে হবে। তথ্য তিনটি হলো-
- জন্ম নিবন্ধন নাম্বার (১৭ ডিজিটের)
- জন্ম সাল ও তারিখ (বছর-মাস-দিন)
- ক্যাপচা সলভ (একটি যোগ/ বিয়োগের উত্তর দিতে হবে)
আশা করি আপনি প্রথম পদ্ধতিটি বুঝতে পেরেছেন। এবার আমরা ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার পদ্ধতি জানবো।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করতে নিবন্ধন নম্বরের শেষ ৫টি সংখ্যার পূর্বে একটি শূন্য (0) যোগ করে ১৭ ডিজিট করতে হবে।
পূর্বে জন্ম নিবন্ধনগুলো প্রথমে হাতে লেখা ও পরে অনলাইন ডাটাবেজে নেয়া হয়। হাতে লেখা জন্ম নিবন্ধনগুলো ১৩, ১৬ ও ১৭ ডিজিটের ছিল। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কথা মাথা রেখে সব জন্ম নিবন্ধন ১৭ ডিজিটে রূপান্তর করা রয়েছে।
কাজেই আপনার বার্থ নিবন্ধন নম্বর ১৬ ডিজিট হলে, এর ১৭ ডিজিট নম্বর ও আপডেটেড ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড সংগ্রহ করে নিন। এবার উপরে বর্ণিত নিয়মে আপনার জন্ম নিবন্ধন যাচাই করবেন।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
উপরে দেখানো পদ্ধতিতে আপনি জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। তবে শুধু জন্ম তারিখ দিয়ে যদি জন্ম নিবন্ধন বের করা যাবে না। যদি এমন হয় আপনার জন্ম নিবন্ধন হারিয়ে গিয়েছে তাহলে নাম দিয়ে সেটি বের করতে পারবেন। আশা করি বুঝতে অসুবিধা হবে না।
অন্যদিকে মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার ভিন্ন কোন পদ্ধতি নেই। ডেস্কটপ ও মোবাইলে একই নিয়মে jonmo nibondhon verify করতে হবে।
নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার সুযোগ শুধুমাত্র ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনে পাওয়া যাবে। তবে সবার ক্ষেত্রে অনলাইনে নাম দিয়ে জন্ম সনদ যাচাই করার সুযোগ নেই। Birth certificate online verification পদ্ধততেই আপনাকে কাজ করতে হবে।
আরও পড়ুনঃ অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম
জন্ম নিবন্ধন হারিয়ে ফেললে অথবা আপনার নিবন্ধন নম্বর ভুলে গেলে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে আপনার নাম দিয়ে সার্চ করে নিবন্ধন নম্বরটি জেনে নিতে পারেন।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই ব্যবস্থা
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য আপনাকে প্রথমে বাংলাদেশ সরকারের অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা বা Online BRIS (https://bdris.gov.bd/br/search) এই ওয়েবসাইটে যেতে হবে। Online BRIS ওয়েবসাইটে যেতে এই লিংকে ক্লিক করুন। Online Birth Certificate Check ওয়েবসাইটে গেলে নিচের ছবির মত দেখতে পারবেন।
এখানে প্রথম বক্সে আপনার জন্ম নিবন্ধন নম্বর ও ২য় বক্সে জম্ন তারিখ দেওয়ার পর অনুসন্ধান লেখায় ক্লিক করবেন। আপনার প্রদানকৃত তথ্য সঠিক হয়ে থাকলে নিচের ছবির মত জন্ম নিবন্ধনের সমস্ত তথ্য দেখতে পারবেন। এখানে আরেকটি বিষয় যুক্ত করে রাখি আপনি https://everify.bdris.gov.bd/ এই লিংকে গিয়েও বার্থ সার্টিফিকেট যাচাই করতে পারবেন। আশা করি ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ যাচাই নিয়ে কোন বিভ্রান্তিতে পড়বেন না।
0 জন কমেন্ট করেছেন
দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন