পটেনশিয়াল আইটি
https://www.potentialit.xyz/2022/06/bkash-upobrittir-taka-tolar-niom.html
বিকাশে উপবৃত্তির টাকা তোলার নিয়ম ২০২৪
বিকাশে উপবৃত্তির টাকা তোলার নিয়ম - এখানে আমরা উপবৃত্তির টাকা তোলার নিয়ম বিশ্লেষণ করবো। বিকাশে উপবৃত্তির টাকা চেক করার নিয়ম শেয়ার করার পাশাপাশি পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা থাকবে।
দেশের প্রান্তিক পর্যায়ে অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বৃত্তি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ এপ্রিল, ২০১০ খ্রি: তারিখে একটি ট্রাস্ট ফাণ্ড গঠনের লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়কে একটি লিখিত নির্দেশনা দিয়েছিলেন। এটি পরবর্তীতে উপবৃত্তি নামে পরিচিতি পেয়েছে।
বিকাশে উপবৃত্তির টাকা তোলার নিয়ম
বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা তুলতে পারবেন। নিচে বিকাশে উপবৃত্তির টাকা তোলার উল্লেখ করা হলোঃ
- যেকোনো বিকাশ এজেন্ট দোকানে যাবেন।
- এজেন্ট কে আপনার টাকা তোলার পরিমাণ আগে বলে নিবেন। কারণ তাঁর কাছে ওই পরিমাণ ক্যাশ থাকা লাগবে।
- বিকাশ মোবাইল মেন্যুর জন্য আপনার মোবাইলে *২৪৭# ডায়াল করবেন।
- “ক্যাশ আউট” বেছে নেন।
- “ফ্রম এজেন্ট” অপশন বেছে নেন।
- এজেন্ট এর বিকাশ একাউন্ট নাম্বারটি দিন (দোকানদারকে জিজ্ঞাসা করবেন)।
- ক্যাশ আউটের পরিমাণ লিখবেন।
- আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন প্রবেশ করান।
বিকাশ অ্যাপ এর মাধ্যমে উপবৃত্তির টাকা তোলার নিয়ম
- বিকাশ মোবাইল অ্যাপ লগইন করে "Cash Out" অপশনটি সিলেক্ট করুন।
- এবার এজেন্ট নাম্বারটি টাইপ করুন অথবা কিউআর কোড স্ক্যান করুন।
- আপনার ক্যাশ আউট এর পরিমাণ লিখুন এবং পরবর্তী ধাপে যান।
- বিকাশ পিন কোড টাইপ করুন এবং পরবর্তী ধাপে যান।
- এবার নিচের বিকাশ আইকন চাপ দিয়ে ধরে রাখুন।
- ক্যাশ আউট সম্পূর্ণ হলে একটি নোটিফিকেশন পাবেন।
বিকাশ উপবৃত্তির টাকা দেখার নিয়ম | প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম
আপনার বিকাশ একাউন্টে উপবৃত্তির টাকা আসলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন। তাছাড়া আপনি বিকাশের স্টেটমেন্ট চেক করে নিশ্চিত হতে পারবেন উপবৃত্তির টাকা এসেছে কিনা।বর্তমানে উপবৃত্তির টাকা মায়ের মোবাইল ব্যাংকিং একাউন্টে এসে থাকে। এটার জন্য স্কুলে আপনাকে বিকাশ নম্বর প্রদান করতে হবে।
বিকাশে উপবৃত্তি টাকা চেক করার উপায় দুইটি। একটি উপায় হল *২৪৭# ডায়াল করে উপবৃত্তির টাকা চেক করা অর্থাৎ বাটন ফোনে উপবৃত্তির টাকা দেখার নিয়ম আর অন্যটি হলো বিকাশ অ্যাপ ব্যবহার করে উপবৃত্তির টাকা চেক করা।
মেনু কোড ডায়াল করে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
ইউএসএসডি কোডের মাধ্যমে টাকা দেখার জন্য *২৪৭# ডায়াল করবেন। যে নাম্বার থেকে আপনার বিকাশ একাউন্ট খুলেছেন সেই নাম্বার থেকে ডায়াল করতে হবে। বিকাশে উপবৃত্তির টাকা দেখার নিয়ম নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলোঃ
- প্রথমে আপনার মোবাইলে *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যাবেন।
- এবার অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে “মাই বিকাশ” সিলেক্ট করুন।
- এখন চেক ব্যালেন্স “চেক ব্যালেন্স” অপশনটি সিলেক্ট করুন।
- এবার আপনার ৫ ডিজিটের বিকাশ পিন নম্বর প্রদান করুন।
উপরের পদ্ধতিগুলো সঠিকভাবে সম্পাদন করলে আপনি আপনার বিকাশ একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন। আশা করি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি।
অ্যাপস এর মাধ্যমে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
অ্যাপের মাধ্যমে বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনার স্মার্টফোনে বিকাশ মোবাইল অ্যাপ থাকতে হবে। আপনাকে বিকাশের পাঁচ ডিজিটের পিন নম্বরটি প্রদান করে বিকাশ অ্যাপসে লগইন করতে হবে। তবে মনে রাখবেন আপনি সে সিমে বিকাশ একাউন্ট খুলেছেন উক্ত সিমটি আপনার ফোনে থাকতে হবে।
বিকাশে লগ ইন করার পরে আপনি "ব্যালেন্স জানতে ট্যাপ করুন" এই লেখাতে চাপ দিবেন। তাহলে আপনাকে বর্তমান ব্যালেন্স সম্পর্কে বিকাশ থেকে জানিয়ে দেওয়া হবে।
বিকাশ অ্যাপের মাধ্যমে প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম ছবির মাধ্যমেও উপস্থাপন করেছি। আশা করি এটি আপনাদেরকে বুঝতে সহযোগিতা করবে।
0 জন কমেন্ট করেছেন
দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন