পটেনশিয়াল আইটি
https://www.potentialit.xyz/2022/04/jonmo-nibondhon-check.html
(২০২৩) কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা যায়?
জন্ম নিবন্ধন যাচাই বা অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার নিয়ম জানাতে এই পোস্টটি করা হয়েছে। online bris check bd live বা আপনি যদি জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২ সম্পর্কে জানতে চান তাহলে পড়তে থাকুন কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা যায় এর বিস্তারিত।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই বা ডিজিটাল জন্ম নিবন্ধন চেক করার নিয়ম খুব সহজ। জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে হলে যার বার্থ সার্টিফিকেট যাচাই করবেন তার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম সাল আপনার জানা থাকতে হবে। তাহলে চলুন bris.lgd.gov.bd birth verify প্রক্রিয়া সহজেই দেখে নেই।
কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা যায়?
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য আপনাকে প্রথমে বাংলাদেশ সরকারের অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা বা Online BRIS (https://bdris.gov.bd/br/search) এই ওয়েবসাইটে যেতে হবে। Online BRIS ওয়েবসাইটে যেতে এই লিংকে ক্লিক করুন। Online Birth Certificate Check ওয়েবসাইটে গেলে নিচের ছবির মত দেখতে পারবেন।
এখানে প্রথম বক্সে আপনার জন্ম নিবন্ধন নম্বর ও ২য় বক্সে জম্ন তারিখ দেওয়ার পর অনুসন্ধান লেখায় ক্লিক করবেন। আপনার প্রদানকৃত তথ্য সঠিক হয়ে থাকলে নিচের ছবির মত জন্ম নিবন্ধনের সমস্ত তথ্য দেখতে পারবেন। এখানে আরেকটি বিষয় যুক্ত করে রাখি আপনি https://everify.bdris.gov.bd/ এই লিংকে গিয়েও বার্থ সার্টিফিকেট যাচাই করতে পারবেন। আশা করি ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ যাচাই নিয়ে কোন বিভ্রান্তিতে পড়বেন না।
জন্ম নিবন্ধন অনলাইন কিনা যাচাই
আপনার জন্ম নিবন্ধন অনলাইন কিনা যাচাই করার জন্য এই লিংকে ক্লিক করতে হবে। এই লিংকে ক্লিক করার পর আপনি নিচের ছবির মত দেখতে পারবেন।
এবার আপনার জন্ম নিবন্ধন যাচাই করার জন্য ১৭ ডিজিটের নিবন্ধন নাম্বার দিবেন এবং জন্ম তারিখ প্রবেশ করাবেন। এখানে জন্ম তারিখের ফরম্যাট হলো বছর-মাস-দিন। এবার নিচের আপনি ক্যাপচা সলভ করে সার্চ লেখায় ক্লিক করবেন। যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে হয়ে থাকে তবে এখানে তা শো করবে। অন্যদিকে অনলাইনে না হয়ে থাকলে শো করবে না।
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড pdf করার জন্য আপনাকে https://everify.bdris.gov.bd/ এই লিংকে গিয়ে আগে জন্ম নিবন্ধন চেক করতে হবে। এখানে ডাউনলোড নামে সরাসরি কোন অপশন পাবেন না। ফলে আপনাকে (Ctrl+P) চেপে প্রিন্ট করে নিতে হবে।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
আপনি যদি মোবাইল দিয়ে কাজটি করতে চান তাহলে থ্রি ডট বাটনে ক্লিক করলে প্রিন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। প্রিন্ট লেখায় ক্লিক করলে bangladesh digital birth certificate download হয়ে যাবে। আশা করি how to check my birth certificate online লিখে আর সার্চ করতে হবে না।
জন্ম নিবন্ধন যাচাই ও অনলাইন জন্ম নিবন্ধন কপি ডাউনলোড
অনলাইন জন্ম নিবন্ধন কপি ডাউনলোড করার নিয়ম আপনার উপরে বলে দিয়েছি। পরবর্তীতে যদি কখনও ডিজিটাল জন্ম নিবন্ধন কপি বের করার অপশন যুক্ত করা হয় তাহলে আমরা তা জানিয়ে দিবো। হাতে লেখা জন্ম নিবন্ধন অনলাইনে চেক করা যায় কিন্তু তা অন্য পোস্টে শেয়ার করবো। আশা করি এ পর্যন্ত আপনি কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা যায় তা বুঝতে পেরেছেন।
0 জন কমেন্ট করেছেন
দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন