পটেনশিয়াল আইটি https://www.potentialit.xyz/2022/03/upobrittir-taka-tolar-niom.html

(নতুন নিয়ম) প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা তোলার নিয়ম ২০২৪

নগদে উপবৃত্তির টাকা তোলার নিয়ম ২০২৪ - আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা তোলার নিয়ম বিশ্লেষণ করবো। উপবৃত্তির টাকা চেক করার নিয়ম শেয়ার করার পাশাপাশি পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা থাকবে। 
প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা তোলার নিয়ম
গ্রামের প্রান্তিক পর্যায়ে অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বৃত্তি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ এপ্রিল, ২০১০ খ্রি: তারিখে একটি ট্রাস্ট ফাণ্ড গঠনের লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়কে একটি লিখিত নির্দেশনা দিয়েছিলেন। যেটি উপবৃত্তি নামে পরিচিতি পেয়েছে। 

নগদে উপবৃত্তির টাকা তোলার নিয়ম 

নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা তুলতে পারবেন। নিচে নগদে উপবৃত্তির টাকা তোলার উল্লেখ করা হলোঃ 
  • *১৬৭# ডায়াল করুন এবং ক্যাশ আউট লেখার পাশের সংখ্যা টাইপ করুন। 
  • এবার নগদ উদ্যোক্তা নাম্বারটি টাইপ করুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন। 
  • আপনার ক্যাশ আউট এর পরিমাণ লিখুন এবং সেন্ড বাটনে চাপ দিন। 
  • এবার আপনার নগদ পিন নাম্বারটি টাইপ করুন এবং সেন্ড করুন। 
  • আপনাকে সম্পূর্ণ হল একটি কনফার্মেশন মেসেজ পাবেন। 
নগদ অ্যাপ এর মাধ্যমে উপবৃত্তির টাকা তোলার নিয়ম - 
  • নগদ মোবাইল অ্যাপ লগইন করে "Cash Out" অপশনটি সিলেক্ট করুন। 
  • এবার উদ্যোক্তা নাম্বারটি টাইপ করুন অথবা কিউআর কোড স্ক্যান করুন। 
  • আপনার ক্যাশ আউট এর পরিমাণ লিখুন। 
  • নগদ পিন কোড টাইপ করে পরবর্তী ধাপে যান। 
  • এবার নিচের নগদ আইকন চাপ দিয়ে ধরে রাখুন।
  • ক্যাশ আউট সম্পূর্ণ হল একটি নোটিফিকেশন পাবেন। 

নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম | প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম

আপনার নগদ একাউন্টে উপবৃত্তির টাকা আসলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন। তাছাড়া আপনি নগদের স্টেটমেন্ট চেক করে নিশ্চিত হতে পারবেন উপবৃত্তির টাকা এসেছে কিনা। বর্তমানে উপবৃত্তির টাকা মায়ের মোবাইল ব্যাংকিং একাউন্ট এসে থাকে। 

নগদে উপবৃত্তি টাকা চেক করার উপায় দুইটি। একটি উপায় হল *১৬৭# ডায়াল করে উপবৃত্তির টাকা চেক করা অর্থাৎ বাটন ফোনে উপবৃত্তির টাকা দেখার নিয়ম আর অন্যটি হলো নগদ অ্যাপ ব্যবহার করে উপবৃত্তির টাকা চেক করা। 

মেনু কোড ডায়াল করে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

ইউএসএসডি কোডের মাধ্যমে টাকা দেখার জন্য *১৬৭# ডায়াল করবেন। যে নাম্বার থেকে আপনার নগদ একাউন্ট খুলেছেন সেই নাম্বার থেকে ডায়াল করতে হবে। এরপর ৭ লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন। ব্যস আপনার নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন। বলে রাখা ভালো নগদে ব্যালেন্স চেক করতে কোন চার্জ প্রযোজ্য নয়। যা আপনি আমাদের নগদ একাউন্ট দেখার নিয়ম পোস্টে জানতে পারবেন।  
বাটন ফোনে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
এছাড়া আমরা স্থির চিত্রের মাধ্যমে নগদ মোবাইল ব্যাংকিং উপবৃত্তির টাকা দেখার কোড দেখিয়েছি। আশা করি এটা আপনাকে বুঝতে সাহায্য করবে। 

অ্যাপস এর মাধ্যমে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

নগদ অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনাকে ৪ ডিজিটের পিন কোড ডায়াল করে নগদ অ্যাপে লগ  ইন করতে হবে। এখন অ্যাপের একদম উপরে "Tap for Balance" লেখা বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক দেখতে পারবেন। 
অ্যাপসের মাধ্যমে উপবৃত্তির টাকা দেখার নিয়ম
নগদ অ্যাপের মাধ্যমে প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেখার নিয়ম ছবির মাধ্যমেও উপস্থাপন করেছি। আশা করি এটি আপনাদেরকে বুঝতে সহযোগিতা করবে। 

বন্ধুদের সাথে শেয়ার করুন

এখনি কমেন্ট করুন

2 জন কমেন্ট করেছেন

দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন emoji

  1. নগদে উপবৃত্তির টাকা উত্তোলনের সার্ভিসটা কি এখনও সচল আছে ভাই?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই বিষয়ে জানার জন্য আমরা নগদের ফেসবুক পেজে যোগাযোগ করেছি। কিন্তু বারবার মেসেজ দিয়েও তাদের সাপোর্ট টিমের কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি। উপবৃত্তি কার্যক্রম মাঝে বন্ধ হয়ে যায়। এখন চালু আছে কিনা সঠিক তথ্য নেই।

      মুছুন

পটেনশিয়াল আইটি কী?