বিকাশে টাকা দেখার নিয়ম ২০২৪
বিকাশে টাকা দেখার নিয়ম ২০২৪ সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য আজকের এই লেখাটি।বিকাশ বাংলাদেশের অন্যতম বৃহৎ মোবাইল ব্যাংকিং অ্যাপস।
বিকাশের মাধ্যমে আপনি অনায়াসেই ঘরে বসে যে কাউকে টাকা পাঠাতে পারবেন। বিকাশে টাকা দেখার নিয়ম মূলত দুইটি। এগুলো সম্পর্কে আমরা নিচে আলোচনা করব।
BKash Account Balance Check Code মাধ্যমে
আপনি USSD কোড ব্যবহার করার মাধ্যমে BKash Account Balance Check করতে পারবেন। এই পদ্ধতিতে বিকাশ একাউন্ট চেক করার জন্য আপনার স্মার্টফোন বা বিকাশ অ্যাপ থাকার প্রয়োজন নেই।এমনকি ইন্টারনেট কানেকশন না থাকলে এই পদ্ধতিতে আপনি বিকাশের ব্যালেন্স চেক করতে পারবেন।
চেক ব্যালেন্স | বিকাশ একাউন্ট চেক | বিকাশে টাকা দেখে কিভাবে
বিকাশ একাউন্ট চেক পদ্ধতিঃ আপনার বিকাশ মোবাইল মেন্যুর “মাই বিকাশ” অপশন থেকে আপনি আপনার বিকাশ একাউন্টের বর্তমান ব্যালেন্স চেক, লেনদেনের সংক্ষিপ্ত বিবরণী এবং বিকাশ মোবাইল মেন্যু পিন নাম্বার পরিবর্তন করতে পারেন।
মাই বিকাশ চেক ব্যালেন্স | বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম
বাটন মোবাইলে বিকাশে টাকা দেখার নিয়ম নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলোঃ
১। প্রথমে আপনার মোবাইলে *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যাবেন।
২। এবার অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে “মাই বিকাশ” সিলেক্ট করুন।
৩। এখন চেক ব্যালেন্স “চেক ব্যালেন্স” অপশনটি সিলেক্ট করুন।
৪। এবার আপনার ৫ ডিজিটের বিকাশ পিন নম্বর প্রদান করুন।
উপরের পদ্ধতিগুলো সঠিকভাবে সম্পাদন করলে আপনি আপনার বিকাশ একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন। আশা করি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি।
অ্যাপের মাধ্যমে বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক
অ্যাপের মাধ্যমে বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনার স্মার্টফোনে বিকাশ মোবাইল অ্যাপ থাকতে হবে। আপনাকে বিকাশের পাঁচ ডিজিটের পিন নম্বরটি প্রদান করে বিকাশ অ্যাপসে লগইন করতে হবে। তবে মনে রাখবেন আপনি সে সিমে বিকাশ একাউন্ট খুলেছেন উক্ত সিমটি আপনার ফোনে থাকতে হবে।
বিকাশে লগ ইন করার পরে আপনি "ব্যালেন্স দেখুন" এই লেখাতে চাপ দিবেন। তাহলে আপনাকে বর্তমান ব্যালেন্স সম্পর্কে বিকাশ থেকে জানিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
আপনার ফোনে বিকাশ অ্যাপটি থাকলে আরও কিছু সুবিধা পাবেন যার মধ্যে রয়েছে বিকাশ লাইভ চ্যাট, রেফার অফার, বিকাশ কুপন, স্টেটমেন্ট ও অন্যান্য সুবিধা। এখুনি বিকাশ অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
0 জন কমেন্ট করেছেন
দয়া করে কমেন্ট নীতিমালা পড়ুন